হক জাফর ইমাম, মালদা: মালদা জেলা পুলিশের উদ্যোগে, ইংরেজবাজার পুলিশের পরিচালনায় অনুষ্ঠিত হলো রবিবার ৫ ই জানুয়ারি মানবাধিকার সুরক্ষা বাদ-প্রতিবাদ অনুষ্ঠান। এই দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলার কলেজ ছাত্র ছাত্রী ও জেলার পুলিশ অফিসারেরা। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন মালদা জেলা ডিএসপি সদর প্রশান্ত দেবনাথ, মালদা ইংরেজবাজার থানার আইসি অমলেন্দু বিশ্বাস, ইংরেজবাজার থানার সাব-ইন্সপেক্টর সুবীর সরকার, গৌতম চৌধুরী, আনসারুল হক, মালদা জেলার বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত গাঙ্গুলী, মালদা হিউম্যান রাইটস প্রটেকশন কাউন্সিলের সভাপতি শুভদীপ সরকার, মালদা জেলার প্রবীণ সাংবাদিক বাসব মুখার্জি প্রমূখ। অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের পুরস্কৃত করা হয়।অনুষ্ঠান সম্পর্কে মালদা জেলা ডিএসপি সদর প্রশান্ত দেবনাথ জানান এই দিন মালদা জেলা পুলিশের উদ্যোগে ইংরেজবাজার থানার আইসির প্রচেষ্টায় মানবাধিকার সুরক্ষা বিষয়ে বাদ প্রতিবাদের আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে মানব অধিকার সম্বন্ধে সচেতন করা। বিশেষ করে সাধারণ মানুষকে মানব অধিকার সম্পর্কে সচেতন মূল উদ্দেশ্য। অনুষ্ঠান শেষে মালদা হিউম্যান রাইটস প্রটেকশন কাউন্সিলের সভাপতি শুভদীপ সরকার জানান মালদা জেলা প্রশাসন ও মালদা ইংরেজবাজার থানার কর্তাদের সাধুবাদ জানাচ্ছি মানবাধিকার বিষয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। সাধারণ মানুষের মধ্যে মানবাধিকার সম্পর্কে ধারণা খুবই কম, আশা রাখছি মাঝে মাজে এরকম অনুষ্ঠান হলে সাধারণ মানুষের মধ্যে মানবাধিকার সম্পর্কে ধারণা বাড়বে এবং মানুষ মানুষের প্রতি সহানুভূতিশীল হবে।