মালদা

মালদা জেলা বাসীর কাছে খুশির খবর, পূজায় যানজট মুক্ত হতে চলেছে জেলায়

হক জাফর ইমাম, মালদা: রাজ্য সরকার ও জেলা প্রশাসনের উদ্যোগে অবশেষে ৩৪ নম্বর জাতীয় সড়কের মালদার বাইপাস সড়ক খুলে দিতে চলেছে এন,এইচ এ,আই (ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া)  কর্তৃপক্ষ। পুজোর মাস অক্টোবরে র ২ তারিখ থেকে বাইপাস সড়ক চালু হয়ে যাওয়ার কথা জানিয়ে দিয়েছে এন,এইচ, এ,আই মালদা কর্তৃপক্ষ ও ফেডারেশন অফ অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সুনীল সরকার। দীর্ঘদিন ধরেই মালদা শহরের যানজট পরিস্থিতি নিয়ে বাইপাস সড়ক চালুর দাবি জানিয়ে আসছিল জেলার বণিক মহল। এমনকি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও জেলা তৃণমূল নেতৃত্ব পৃথকভাবে বাইপাস সড়ক চালুর দাবি নিয়ে এন এইচ এ আই কর্তৃপক্ষকে ডেপুটেশন দেয়। কয়েকবার এনএইচ এ আই কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন বৈঠক করে। সম্প্রতি প্রশাসনিক বৈঠক পরই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২ অক্টোবর থেকে বাইপাস সড়কের একটি লেন চালু করে দেওয়া হবে। চলাচল করবে ছোট-বড় সমস্ত যানবাহন।মালদা জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য জানিয়েছেন, শুক্রবার থেকে বাইপাস সড়কে ছোট যানবাহন চালু হয়ে যাওয়ার কথা। পাশাপাশি ২ অক্টোবর থেকে আপাতত বাইপাস সড়কের একটি লেন দিয়ে সমস্ত রকমের যানবাহন চলাচল করবে । এমনটাই জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ‌। এরি মধ্যে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে মিটিং করা হয়েছে তাতে তারা সমস্ত সমস্যার কথা শুনেছেন । এছাড়াও এইচ,সি,সা,ওয়াকার্স ইউনিয়ন সেক্রেটারি সুনীল সরকার জানান দিল্লিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার মিটিং করে সমস্ত সমস্যার কথা জানিয়েছি তারা আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই সমস্যার সমাধান করবেন। সুনীল বাবু আরো জানান সড়ক তৈরীর দায়িত্ব ছিল এইচসিসি (হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানির)। ওই সংস্থার জেনারেল ম্যানেজারের সাথে কথা বলেছি।  মালদা শহরে তীব্র যানজট এড়াতে বাইপাস সড়ক যাতে দ্রুত চালু করা যার । ফলে দ্রুততার সাথে এনএইচ এ আই কর্তৃপক্ষ মালদার বাইপাস সড়ক চালু করে দেওয়ার উদ্যোগ নিয়েছে।উল্লেখ্য,  মালদা শহরের কমলাবাড়ী মোড় থেকে  পুরাতন মালদার নলডুবি পর্যন্ত ১২ কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরি হয়েছে এই বাইপাস রোডটি। শহরের রথবাড়ি থেকে মঙ্গলবাড়ী দীর্ঘ প্রায় সাত কিলোমিটার ৩৪ নম্বর জাতীয় সড়কের যানজট এড়াতে গত ৮ বছর আগেই শুরু হয় বাইপাস তৈরীর কাজ।  দীর্ঘদিন পর ওই বাইপাস সড়কের কাজ সম্পন্ন হয়েছে।  এটি চালু হয়ে গেলে মালদা শহরের যানজটের সমস্যা মিটে যাবে। এদিকে মালদা বণিক মহলের তরফ থেকে উজ্জল সাহা জানিয়েছেন , বাইপাস রোড চালু করা নিয়ে কয়েকদিন আগেই আমরা বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছি।  এনএইচআইএ কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিয়েছি।  এখন প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি ২ অক্টোবর থেকে বাইপাস রোড চালু করে দেওয়া হচ্ছে।  এতে আমরা খুশি ।বাইপাস রোড চালু হলে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবসায়ীদের অনেকটাই সুবিধা হবে।