জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে আমি ৭০ মিনিটের বৈঠক করেছি। রাজ্যের অবস্থা নিয়ে খোঁজ নিয়েছি। আমি আমার কথা তাদের জানিয়েছি। মানুষের আগ্রহে আমি জানতে চেয়েছিলাম, কারণ যে ঘটনা ঘটছে সেটা আমার যানা দরকার। তিনি এও বলেন, সি এ এ খুব পজিটিভ আইন। গণতন্ত্রে যা বলা আছে সেই ভাবেই এই বিলকে আইনে পরিণত করা হয়েছে। রাজ্যের সংবিধান প্রধান হিসাবে সবার কাছে অনুরোধ এই আইন দেশের কোন মানুষের বিরুদ্ধে নয়। তিনি বলেন, আমি মর্মাহত, মালদা মুর্শিদাবাদের ঘটনায়। আমি যেতে পারি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে। রাজ্যের মুখ্যসচিব ডিজিপি আমাকে তথ্য দিয়েছেন। তবে আমরা পিছনের দিকে তাকাতে চাইছি না আমাদের লক্ষ্য সামনের দিকে তাকানো কিভাবে সব কিছু ঠিক করা যায়। আমরা চাই এক সঙ্গে খা হাওয়া উচিত। তিনি আরও বলেন, রাজনৈতিক দল কি করছে সেটা নিয়ে আমি কোন কথা বলতে চাইছি না। কিন্তু যে সরকারে আছে তাদের এই আইন মেনে চলা উচিত। যেমন ভাবে আমি আইনে বাঁধা আছি ঠিক সেই ভাবে রাজ্য সরকারও আইনে বাঁধা আছে। আমি আশাবাদী মুখ্যমন্ত্রী আমার সঙ্গে আলোচনা করবেন, এবং আলোচনা হবে রাজ্যের জন্য ইতিবাচক। একই সঙ্গে তিনি বলেন, খুব তাড়াতাড়ি তিনি মালদহ-মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় যেতে চান। এ ব্যাপারে নবান্নের সহযোগিতা চান তিনি।