মালদা

মৃত সানাউল সেখের পরিবারের সাথে সাক্ষাৎ করে মৃত্যের পরিবারকে চাকরির দাবি আব্দুল মান্নান, সুজন চক্রবর্তী সহ ১৪ জন বিধায়কের

হক জাফর ইমাম, মালদা: শনিবার বেলা ১১ টা নাগাদ বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে ১৪ জনের বিধায়কদল বৈষ্ণবনগরে চোর সন্দেহে পিটিয়ে মৃত সানাউল সেখের পরিবারের সাথে সাক্ষাৎ করেন । ও সমবেদনা জানিয়ে গেলেন। তারা পরিবারের আর্থিক ও আইনী সহযোগিতা দেওয়ার কথাও জানান । পরিবারের একজনকে যাতে কাজের সুব্যবস্থা করার আর্জি জানান । এছাড়াও এদিন সুজন চক্রবর্তী ও মান্নান হোসেন দেশের বিভিন্ন প্রান্তের যেভাবে সংখ্যালঘু ও দলিত উপর আক্রমণ করা হচ্ছে তার তীব্র নিন্দা করেন ।তারা চোর সন্দেহে বিভিন্ন ভাবে পিটিয়ে মারার ঘটনায় তার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন । এছাড়াও মৃত পরিবারের কে একটি চাকরির বন্দোবস্ত দাবি জানান। তারা নাকি জেনেছেন থানায় পুলিশ নাকি সাদা কাগজে প্রথমে মৃতের পরিবারের কাছ থেকে সই করেন । সেই নিয়ে ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন । সানাউলের সেখের মৃত্যু নিয়ে পুলিশের সঠিক তদন্তের কথা বলেন । প্রকৃত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি করেন প্রতিনিধিদল। বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান সুজন চক্রবর্তী ছাড়াও ছিলেন দুইজন মহিলা বিষয়ক সহ 11 জন বিধায়ক বৈষ্ণবনগরে পৌছান । এছাড়া ও ,মালদহের জেলা কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক মোস্তাক আলম, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ, রাজ্য সদস্য নুরুল ইসলাম সহ জেলার একঝাঁক নেতা উপস্থিত হন । নুরুল ইসলাম বলেন, আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে । রাজ্যে গনপ্রহার ও বিভাজনের রাজনীতি র তীব্র সমালোচনা করেন প্রতিনিধি দল । গনপ্রহার ও লিঞ্চিং এর ঘটনা ভীন রাজ্যের অন্যান্য স্থানে উদ্বেগ জনক ভাবে বাড়ছে । এই রাজ্যে ও বিভাজনের রাজনীতি ও পিটিয়ে মারার ঘটনা নিয়ে উদ্বিগ্ন । কড়া হাতে দল মত নির্বিশেষে মোকাবিলা করতে হবে ।