কলকাতাঃ রাখি পূর্ণিমায় রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের হাতে রাখি বেঁধেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের সেই সৌজন্যের নজির রাখলেন তিনি। এবার রাজ্যপালকে ভাইফোঁটা দিতে চান মুখ্যমন্ত্রী। তাই ভ্রাতৃদ্বিতীয়ায় তাঁকে আমন্ত্রণও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, কালীপুজোতেও এবার মুখ্যমন্ত্রীর অতিথি তিনি। সূত্রের খবর, রাজ্যপাল জগদীপ ধনকরকে বাড়ির কালীপুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির কালীপুজোতে বা ভাইফোঁটা নিতে যাবেন কিনা তা জানা যায়নি। যদিও রাজ্য সরকার এবং রাজ্যপাল সংঘাতের আবহে দাঁড়িয়ে এই ঘটনা যথেষ্ট ইঙ্গিতবহ মনে করছে রাজনৈতিক মহল। যদিও দুই তরফের কোনও কংক্রিট বক্তব্য পাওয়া যায়নি। সূত্রের খবর, গতকাল রাতে মুখ্যমন্ত্রীর তরফ থেকে রাজ্যপালকে ফোন করা হয়। তাঁর বাড়ির কালীপুজোয় রাজ্যপালকে আসার নিমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি রাজ্যপালকে ভাইফোঁটা দিতে চান এমন আবেদনও জানিয়েছেন। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একাধিক ইস্যুতে রাজ্যপালের সঙ্গে রাজ্য প্রশাসনের মতবিরোধ প্রকাশ্যে এসেছে। শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক হোক কিংবা সম্প্রতি ধামাখালিতে প্রশাসনের রাজ্যপালকে উপেক্ষা- সব বিষয়েই রাজ্যের ব্যবহারে রুষ্ট রাজ্যপাল। এমনকি রেড রোড মেগা পুজো কার্নিভালে রাজ্যপালকে ডেকে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী অপমান করেছেন বলেও অভিযোগ করেছেন রাজ্যপাল। সেখানে কিছু কিছু ক্ষেত্রে পাল্টা রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূলের মন্ত্রীরাও। সুব্রত মুখার্জি হোক কিংবা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রাজ্যপালকে সেভাবে আক্রমণ না করলেও পাল্টা কথা শোনাতে ছাড়েননি। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপালের সঙ্গে এই সংঘাতে দাড়ি টানতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই আমন্ত্রণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।