দেশ

রাহুল গান্ধীকে কারাগারে বন্দি করার হুমকি অমিত শাহের

চণ্ডিগড়: হরিয়ানা বিধানসভা নির্বাচনী প্রচারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপি নেতা অমিত শাহ৷ বুধবার হোহটকের একটি নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, ‘রাহুল গান্ধীকেও কারাগারে পাঠানো যেতে পারে৷’ একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন, রাহুল গান্ধী যদি ভারত মাতার বিরোধিতা করার সাহস দেখান বা যারা সাহস দেখাচ্ছ, তাদের সমর্থন করলে জেলে পাঠিয়ে দেওয়া হবে৷ হরিয়ানা নির্বাচনী প্রচারে অমিত শাহের ভাষণে জোর দিয়েছেন কাশ্মীর, পাকিস্তান, এনআরসি, সেনাবাহিনী এবং জেএনইউতে কথিত স্লোগানের মতো ইস্যুগুলির উপর৷রোহটকে অমিত শাহ বলেছিলেন, যা পাকিস্তান বলে, সেই মতোই রাহুল গান্ধী কাজ করেন৷ পাকিস্তান বলছে অনুচ্ছেদ ৩৭০ বাতিল করা যাবে না৷ আবার কংগ্রেসও বলছে ৩৭০ অপসারণ করা যাবে না৷ পাকিস্তান এয়ারস্ট্রাইকে বিরোধিতা করেছিল এবং কংগ্রেসও তার প্রতিবাদ করেছিল। দু’জনেই ভাষা একই৷ তাহলে দু’জনের মধ্যে কীসের সম্পর্ক।শাহ আরও বলেন, কংগ্রেস পার্টি ৩৫-এ এবং ৩৭০ অপসারণের বিরোধিতা করছে। পুরো দেশ খুশি যে, কাশ্মীর দেশের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে৷ কেবল কংগ্রেসীদের ঘুম হচ্ছে না৷ দেশের ইস্যুতে সবাইকে একজোট হওয়া উচিত৷ রাজনীতির উর্ধ্বে একজোট হওয়া দরকার৷ ১৯৭১ সালে ভারতীয় সেনা বিজয়ী হয়েছিল, সেই সময় অটলবিহারী বাজপেয়ী প্রথম ব্যক্তি, যিনি ইন্দিরা গান্ধীকে অভিনন্দন জানিয়েছিলেন৷ এখন রাহুল গান্ধী বলছেন, মোদী রক্তের দালালি করছেন৷অমিত শাহ তাঁর বক্তব্যে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ভারতবিরোধী স্লোগানের কথাও উল্লেখ করেছিলেন। শাহ বলেন, কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহাত্মক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে৷ রাহুল সেই ছাত্রদের সমর্থন করেছিলেন। এনআরসি সম্পর্কে অমিত শাহ বলেন, ২০২৪ সালের আগে দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করা হবে৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি জনসাধারণের কাছে গেলে, কোনও অনুপ্রবেশকারী দেশে থাকবে না৷