‘আমরা খুব বিপদে আছি’, বিমানে রাহুল গান্ধীকে পেয়ে ক্ষোভে কেঁদে ফেললেন কাশ্মীরের মহিলা
কাশ্মীরের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার ভূস্বর্গে গিয়েছিলেন রাহুল গান্ধী সহ বিরোধী দলের বেশ কয়েকজন নেতা। তবে শ্রীনগর বিমানবন্দর থেকেই তাঁদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সেখানে এক কাশ্মীরী মহিলা সেখানকার অবস্থা রাহুল গান্ধীকে জানান। শ্রীনগর থেকে যখন নয়াদিল্লির পথে ফিরছিলেন তিনি তখন এই ঘটনা ঘটে। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুলের সঙ্গে মহিলার কথোপকথনের ভিডিও কংগ্রেস নেত্রী রাধিকা টুইটারে শেয়ার করেছেন। এবং লিখেছেন ৩৭০ ধারা তুলে নেওয়ার পর কাশ্মীরের জনজীবন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে রাহুল গান্ধীকে ওই মহিলা বলছেন, আমাদের ছেলেমেয়েদের বাড়ির বাইরে বেরোনোর উপায় নেই। আমার ভাই হার্টের রোগী। দশদিন ডাক্তার দেখাতে যেতে পারেনি। আমরা খুব সমস্যায় রয়েছি। এই ঘটনার পর রাহুল গান্ধী উঠে গিয়ে ওই মহিলাকে সমবেদনা জানান। আশেপাশে তখন ছড়িয়ে-ছিটিয়ে দাঁড়িয়ে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, কেসি বেনুগোপাল সহ অনেকেই। যা শুনে প্রত্যেকেই ক্ষোভে ফেটে পড়েন। দেখুন ভিডিও –
श्रीनगर से वापस आते वक्त फ्लाइट में एक महिला @RahulGandhi से अपनी मुश्किल बताते हुए। pic.twitter.com/f8mzgaskhx
— Arun Kumar Singh (@arunsingh4775) August 24, 2019
कश्मीर का दर्द सुनिए… pic.twitter.com/FRyg1Chifg
— Radhika Khera (@Radhika_Khera) August 24, 2019