মালদা

শহরকে যানজটমুক্ত করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে মালদা জেলা পুলিশ

হক জাফর ইমাম, মালদা: মালদা শহরকে যানজটমুক্ত করতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে জেলা পুলিশ। অবৈধ দখলদারদের হাত থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক মুক্ত করতে ইতিমধ্যেই যৌথ অভিযান চালিয়েছে ইংলিশ বাজার পুরসভা, জেলা ও পুলিশ প্রশাসন। তারই জের হিসাবে এবার রথবাড়িতে যাত্রীবাহী বাসের বেআইনি পার্কিং এবং বাসস্ট্যান্ডে গাড়ি না পাঠানোর চক্র রুখতে রাস্তায় নামছে জেলা পুলিশ। পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন আমরা খুব দ্রুত বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসছি। আইনগত বিষয়টি তাদের কে জানিয়ে দেওয়া হবে। আশা করছি তারা আইন মেনেই বাস পার্কিং করবেন। না মানলে কড়া পদক্ষেপ করা হবে। একই শহরে টোটো সন্ত্রাস রুখতেও পুলিশ ব্যবস্থা নেবে বলে এদিন করা ভাষায় জানিয়ে দিয়েছেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া। সূত্রের খবর মালদহে প্রায় ৫০০ বেশি বাস রয়েছে। বৈধ-অবৈধ মিলে টোটোর সংখ্যা প্রায় ৩০ হাজার।