কলকাতা

শহরে বেপরোয়া হেলমেটহীন বাইকচালকের তাণ্ডবের শিকার পুলিস কনস্টেবল

কলকাতাঃ রাতের শহরে বেপরোয়া হেলমেটহীন বাইকচালকের তাণ্ডবের শিকার পুলিস কনস্টেবল। তপন ওরাং নামে পূর্ব ট্র‌্যাফিক গার্ডের ওই কনস্টেবল গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১০.‌৪৫ মিনিট নাগাদ কড়েয়া থানা এলাকায় সৈয়দ আমির আলি অ্যাভিনিউয়ের একটি শপিং মলের সামনে। সোমবার পূর্ব ট্র‌্যাফিক গার্ড এবং কড়েয়া থানা যৌথভাবে অভিযান চালাচ্ছিল। পুলিস সূত্রে খবর, আচমকা ওই শপিং মলের সামনে রাস্তা পেরতে যাওয়া এক বৃদ্ধকে ধাক্কা মেরে পালাতে দেখা যায় হেলমেটহীন এক বাইকচালককে। ঘটনাটি দেখতে পেয়েই তপন ওই বাইকচালককে তাড়া করেন। কিন্তু তাড়া করতে গিয়ে তপনের হাত আটকে যায় বাইকের পিছনের সিটগার্ডে। অভিযোগ, তারপরও ওই ভাবে রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে তপনকে প্রায় ১০০ মিটার হিঁচড়ে নিয়ে যায় অভিযুক্ত বাইকচালক। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিস।