দেশ

শিশুমৃত্যুর প্রতিবাদের মাশুল, এফআইআর দায়ের ৩৯ জন সন্তানহারার বিরুদ্ধে

শিশুমৃত্যু নিয়ে বিহার সরকারকে ভর্ত্‍সনা করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু, তারপরও তাদের যে কোনও হেলদোল নেই তা ফের প্রমাণ হল। শিশুমৃত্যুর প্রতিবাদ ও জলের দাবিতে বিক্ষোভ দেখানোর জেরে এফআইআর দায়ের করা হল ৩৯ জন অভিভাবকের নামে। গত কয়েকদিনে বিহারের মুজফ্ফরপুরে এনসেফালাইটিসের জেরে প্রাণ হারিয়েছে ১৩১ জন মানুষ। এর মধ্যে শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে ১১১ জনের। আর বেসরকারি কেজরিওয়াল হাসপাতালে মারা গিয়েছে ২০ জন। পুরো বিহারে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮০। এই মৃত্যু মিছিলের পাশাপাশি মুজফ্ফরপুর ও বৈশালী এলাকায় গত দু’মাস ধরে জলকষ্টে ভুগছেন সাধারণ মানুষ। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে বিক্ষোভ দেখানোর পথে হাঁটেন তাঁরা। রাস্তা অবরোধও করেন। আর সেটাই কাল হয়ে দেখা দিল। সমস্যার সমাধান তো হলই না উলটে এফআইআর দায়ের করা হল তাঁদের একাংশের নামে।