কলকাতা

শুক্রবার ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাবেন রাজ্যপাল

কলকাতা: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে উদ্ধারের একমাসের মধ্যে ফের একবার বিশ্ববিদ্যালয়ে পা রাখতে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজভবন সূত্রে খবর, শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাবেন রাজ্যপাল জগদীপ ধনকর।এদিন বেনজিরভাবে বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিং-এ যোগ দিতে তিনি সেখানে যাবেন বলে জানা যায়। কাদের ডিলিট, ডিএসসি দেওয়া হবে তাই নিয়েই হবে কোর্ট মিটিং।বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, “রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের আচার্য।বিশ্ববিদ্যালয়ের এমন একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন।” রেজিস্ট্রার আরও বলেন, “শুক্রবার রাজ্যপালের উপস্থিতিতেই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি কাদের ডিলিট, ডিএসসি দেওয়া হবে তা নিয়েও তাঁর উপস্থিতিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।”উল্লেখ্য, এর আগে কোনও রাজ্যপাল এভাবে বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিং-এ উপস্থিত থাকেন নি। সেক্ষেত্রে রাজ্যের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকর ব্যতিক্রমী।গত ১৯ সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আটকে পড়া আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে উদ্ধারে নিজেই পৌঁছে যান রাজ্যপাল৷ বিক্ষোভকারীদের পেরিয়ে পুলিশের চেষ্টায় কোনওরকমে গাড়ি নিয়ে বাবুল সুপ্রিয়র কাছে পৌঁছন রাজ্যপাল তথা আর্চায৷ বাবুলকে উদ্ধার করেন৷ তাঁকে নিজের গাড়িতে তুলে নেন৷ কিন্তু কনভয় নিয়ে বেরনোর সময় আবার বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপালকে৷ তাঁর গাড়ি আটকে দেয় বিক্ষোভকারীরা৷ আটকে পড়া সাংসদকে উদ্ধারে খোদ রাজ্যপালের এভাবে ছুটে যাওয়ার ঘটনা কার্যত নজিরবিহীন৷সেদিন এবিভিপির একটি অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ে আসেন বাবুল সুপ্রিয়৷ কিন্তু ছাত্রদের একাংশ তাঁকে ঢুকতে বাধা দেয়৷ তাঁর জামা ও চুল ধরে টানাটানি করা হয়৷ ওঠে গো ব্যাক স্লোগান৷ বাবুল সুপ্রিয়র অভিযোগ, শারীরিকভাবে নিগ্রহ করা হয়৷ ছাত্রদের বিক্ষোভ উপেক্ষা করে তিনি ক্যাম্পাসে ঢোকেন এবং অনুষ্ঠানে যোগ দেন৷ কিন্তু ক্যাম্পাস ছাড়ার সময় ছাত্র বিক্ষোভের জেরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়৷