জেলা

সাত বছর পর বাংলায় এল পদ্মার ইলিশ

বনগাঁ: কথায় বলে মাছে ভাতে বাঙালি। তাও যদি হয় স্বাদের ইলিশ। তাহলে তো আর কথায় নেই। একেবারে পেট পুরে চেটে পুটে রসনা তৃপ্তি। বাঙালি বরাবরই ভোজন রসিক। একেবারে মরশুম বুঝে নিজের ভোজনের উপকরণ খুঁজে নেয়। যেমন বর্ষা এলেই ভোজন রসিক বাঙালির মনে পড়ে ইলিশের কথা। জলের রুপালি শস্য।নিয়মের ঘেরা টোপে পড়ে বেশ কয়েক বছর সেভাবে বাঙালির খাওয়ার পাতে দেখা মিলছে না ইলিশের। কারণ চাহিদা মতো আমদানি নেই। স্বাদ থাকলেও বাধ স্বাধছে সাধ্য। অগত্যা বাজারে গিয়ে এক প্রকার খালি হাতেই ফিরতে হচ্ছে ক্রেতাদের। দিন কয়েক পরেই বিদায় নেবে বর্ষা। এপার বাংলায় যতই থাকুক ইলিশ তবুও ওপার বাংলার পদ্মার ইলিশের স্বাদই অন্যরকম।পদ্মার ইলিশ এপার বাংলায় মেলেনি বিগত সাত বছর। কারণ বিগত কয়েক বছর ধরে বাংলাদেশেও ছোট ইলিশ ধরাতে নিষেধাজ্ঞা জারি করেছে হাসিনা সরকার। পাশাপাশি ভারত বাংলাদেশের পেট্রাপোল ও বেনাপোল সীমান্ত দিয়ে ইলিশ রফতানি ২০১২ সালের পর থেকে বন্ধ করেছে বাংলাদেশ সরকার। তার জেরেই বেশ কয়েক বছর পদ্মার ইলিশের স্বাদ থেকে বঞ্চিত বাংলার মানুষ।