এবার দেশজুড়ে প্রতীকী অনশনের ডাক দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন । আইএমএ রবিবার জানিয়েছে, বাংলায় অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রতি সমর্থন জানাতে দেশজুড়ে জুনিয়র ডাক্তাররা সোমবার ১২ ঘণ্টার প্রতীকী অনশন পালন করবেন ৷ আর এই কর্মসূচিতে তাঁদের পাশে থাকবেন সিনিয়র চিকিৎসকরা ৷ সোমবার সকাল ছ’টা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত চলবে এই প্রতীকী অনশন । রবিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় স্তরে একটি জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ অন্যদিকে সোমবারই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফেও প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে । সেই অনশন চলবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ৷ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে বিজ্ঞপ্তিতে ১৪ তারিখ অর্থাৎ সোমবার ১২ ঘণ্টা রাজ্যজুড়ে সবাইকে যার যার নিজের কর্মস্থলে প্রতীকী অনশন এবং বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়েছে । একইসঙ্গে সর্বত্র স্থানীয় নাগরিক সমাজকেও এই কর্মসূচিতে যোগদান করার জন্য আবেদন করেছে তারা ।