মালদা

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতি করার অভিযোগ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে

হক জাফর ইমাম, মালদা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃতি করার অভিযোগ উঠলো বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। শুধু তাই নয় বিকৃত ছবি সোস্যাল মিডিয়াতে ভাইরালও করা হয়েছে বলে অভিযোগ। গ্রাম পঞ্চায়েতের প্রধান এমন কাজ করেছেন বলে অভিযোগও করা হয়েছে মালদা মানিকচক থানার পুলিশের কাছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। মালদার মানিকচক থানার চৌকি মির্জাদপুর গ্রাম পঞ্চায়েতের এমন ঘটনায় শোরগোল পড়েছে জেলা জুড়ে। জেলা তৃণমূল কংগ্রেসের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই দলীয় কর্মসূচীর বিভিন্ন পোষ্টার,ব্যানার বিকৃত করা হচ্ছিল। কিন্তু তা প্রকাশ্যে কোন দলের নাম বা ব্যাক্তির নাম চিহ্নিত করা সম্ভব হয় নি। সম্প্রতি লোকসভা নির্বাচনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপরই বিজেপি পরিচালিত মানিকচক থানার চৌকি মির্জাদপুর গ্রামপঞ্চায়েতের নাম উঠে আসে। এই এলাকার বিজেপি নেতা তথা প্রধান মাম্পি রজক ও তার স্বামী তরুন রজক এমন বিকৃত ছবি সোস্যাল মিডিয়াতে ভাইরাল করেছেন বলে জানা যায়। এরপরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই প্রধান ও স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয় মালদা মানিকচক থানায়। মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল বলেন মুখ্যমন্ত্রী ছবি বিকৃত করা অন্যায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। এদিকে অভিযুক্ত প্রধান মাম্পি রজক ও তার স্বামী তরুন রজক জানান ইচ্ছাকৃত এই কাজ করেন নি। সোস্যাল সাইট থেকেই এমন ছবি অ্যাপলোড হয়ে গেছে। যদিও মালদা পুলিশ সুপার অলোক রাজরিয়া জানান পুরো বিষয়টি সাইবার ক্রাইম টিম দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত রিপোর্টের ভিত্তি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ফাইল চিত্র।