দেশ

সোশ্যাল মিডিয়া না ছেড়ে ঘৃণা ছাড়ুন, কটাক্ষ রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার ট্যুইট নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহল থেকে নেটদুনিয়ায়। উঠছে নানা প্রশ্ন, কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন বিরোধীরা। এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদিকে সোশ্যাল মিডিয়া না ছেড়ে ঘৃণা ছাড়ার পরামর্শ দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার রাত ৯ টা ৪০ মিনিটে নিজের একাউন্ট থেকে নরেন্দ্র মোদির ট্যুইটের একটি স্ক্রিনশট পোস্ট করে লিখেছেন, “ঘৃণা ছাড়ুন, সোশ্যাল মিডিয়া একাউন্ট নয়”। শুধু রাহুলই নয়, এই বিষয়ে মোদির বিরুদ্ধে তোপ দেগেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও। অধীর চৌধুরী মন্তব্য, ভারতে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখিছিলেন মোদি। প্রবক্তা বলা যায় ডিজিটাল ইন্ডিয়ার। তিনিই যদি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেন তাহলে সাধারণ মানুষ কি বুঝবেন। তবে অধীরের মতে, প্রধানমন্ত্রী এহেন পোস্ট করে আদৌতে বাজার মাপার চেষ্টা করছে। তিনি দেখতে চাইছেন মানুষের সাড়া কি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার ট্যুইটারে অবাক করে দিয়েছেন ভক্তদের। তিনি লিখেছেন, “এই রবিবার আমি সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছেড়ে দেব ভাবছি”। শুধু ফেসবুক, ট্যুইটারই নয় এমনকি ইন্সটাগ্রাম, ইউটিউবও ছেড়ে দেবেন, ট্যুইটারে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি শুধু সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভই নন।