জেলা

হাওড়ায় দক্ষিণ-পূর্ব শাখায় বাতিল ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

ভারতীয় রেলের পরিষেবা নিয়ে অভিযোগের অন্ত নেই। কখনও ঘোষণা ঠিকমতো না হওয়ার অভিযোগ, আবার কখনও সময়মতো ট্রেন না পাওয়ার অভিযোগ। নিত্যযাত্রীদের অভিযোগ, অফিস টাইমে যদিও বা দক্ষিণ-পূর্ব শাখায় দু-একটা ট্রেন পাওয়া যায় তো রাতের দিকে তাও অমিল। প্ল্যাটফর্মে ট্রেন পাওয়া গেলেও, তা আদৌ কখন ছাড়বে সে প্রশ্নের উত্তরও নাকি মেলে না। প্রায় প্রতিদিনই ৩০-৪৫ মিনিট দেরিতে চলে সব ট্রেন। এই সমস্যার মাঝেই আবার পাওয়ার ব্লকে কাজের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। রবিবার দিনভর চলবে সেই কাজ। তার জেরে এদিন সকাল থেকে রাত পর্যন্ত মোট ১১টি খড়গপুর-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। এছাড়াও বাতিল করা হয়েছে হাওড়া-দিঘা এসি ট্রেন। বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছে ভদ্রক-হাওড়া প্যাসেঞ্জার, আদ্রা-হাওড়া প্যাসেঞ্জার। এছাড়াও ৬টি এক্সপ্রেস ট্রেনের সময় বদল করা হয়েছে। দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন যাত্রীরা প্রায় প্রতিদিনই ভোগান্তির শিকার হন। রবিবার ট্রেন কম চলায় সমস্যা আরও বাড়বে বলেই আশঙ্কা তাঁদের।