হিন্দুরাষ্ট্র গড়ার লক্ষ্যে দেশের গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চ থেকে নরেন্দ্র মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন মার্কিন-হাঙ্গেরীর বিলিয়নেয়ার জর্জ সোরস। ফোরামের মঞ্চ থেকে আমেরিকা, চিন, রাশিয়ার মতো শক্তিধর দেশগুলোর নীতির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। বিশ্বজুড়ে কী ভাবে রাষ্ট্রনেতারা একনায়কতন্ত্রকে প্রশ্রয় দিয়ে চলেছেন সেই প্রসঙ্গও তুলে ধরে দুঃখপ্রকাশ করেছেন সোরস। এর পরই ভারতের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘কাশ্মীরের মতো মুসলিম প্রভাবিত অঞ্চলে মোদি সরকারের কঠোর পদক্ষেপ একটা বড় আশঙ্কার বিষয়। হিন্দু রাষ্ট্র বানোনোর তাগিদে দেশের লাখ লাখ মুসলিমকে তাঁদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করার হুমকি দিচ্ছে মোদি সরকার।’ সরাসরি না বললেও তিনি যে সংশোধিত নাগরিকত্ব আইন এবং কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের কথাই বলতে চেয়েছেন, সোরসের মন্তব্য থেকে তা স্পষ্ট। শুধু মোদিই নয়, সোরসের নিশানায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তাঁকে এক জন প্রতারক হিসেবেও উল্লেখ করেছেন সোরস।