দেশ

১১ জনকে প্রাণে বাঁচিয়ে ‘রিয়েল হিরো’ দমকল কর্মী রাজেশ শুক্লা

নয়াদিল্লিঃ দিল্লির আনাজ মান্ডিতে চামড়া কারখানায় আগুন লেগে মৃত্যু হয়েছে ৪৩ জনের। মৃতের সংখ্যা আরও বেশি হতে পারত যদি দমকল কর্মী রাজেশ শুক্লা ব্যাকআপের জন্য অপেক্ষা করতেন। আর সেটা করেননি বলেই তিনি প্রাণে বাঁচাতে পেরেছেন ১১ জনকে। প্রয়োজনীয় সরঞ্জাম এসে পৌঁছোয়নি তখনও পর্যন্ত। ছিল না সাহায্য করার মতো কেউ। সেই অবস্থাতেই আগে পিছে না ভেবে ঝাঁপিয়ে পড়েছিলেন আগুনের লেলিহান শিখার মধ্যে। এরপর সেখান থেকে একে একে নিরাপদে বার করে এনেছিলেন ১১ জনকে। এ হেন দমকল কর্মীকে তাঁর সাহসিকতার জন্য কুর্নিশ জানালেন দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈন। আগুন নেভাতে গিয়ে আহত হন রাজেশ শুক্লা। তাঁকে হাসপাতালে দেখতে গেছিলেন মন্ত্রী। পরে টুইটে সেই ছবি পোস্ট করে রাজেশের বীরত্বের প্রশংসা করেন দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দ্র জৈন।