মালদা

১৬৫ তম হুল দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির

হক জাফর ইমাম, মালদাঃ রক্তদান প্রাণ দান এই স্লোগানকে সামনে রেখে, ১৬৫ তম হুল দিবস উপলক্ষে মালদা আদিবাসী রেক্রিয়েশন ক্লাবের উদ্যোগে ও ভারত স্কাউটস এন্ড গাইড মালদা শাখার সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবারও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ক্লাবের নিজস্ব প্রাঙ্গণ রথ বাড়িতে।এই শিবিরে বক্তব্য রাখেন ইংরেজ বাজার পৌরসভার পৌরপ্রধান তথা ইংরেজবাজারের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, কাউন্সিলর অম্লান ভাদুড়ী, উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ২, ডা: অমিতাভ মন্ডল, দক্ষিণ দিনাজপুর জেলা রক্তদান আন্দোলনের সংগঠক, কৌশিক বিশ্বাস, মালদা জেলা রক্তদান কমিটির আহবায়ক অনিল কুমার সাহা, রক্তদান আন্দোলনের সংগঠক মিজানুর ইসলাম , প্রভাতী সমাদ্দার,ভারত স্কাউটস এন্ড গাইডস সম্পাদক নিরঞ্জন প্রামানিক, মালদা আদিবাসী রেক্রিয়েশন ক্লাবের সভাপতি, কিষান হেমব্রম ও ক্লাবের কর্মকর্তাগন ।এই দিনের শিবিরে প্রচন্ড তাপদাহের মধ্যেও ২৫ জন রক্তদান করেন। মালদা ব্লাড ব্যাংকের তীব্র রক্ত সংকটের সময়েও যারা রক্ত দান করেছেন এবং যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন আদিবাসী রেক্রিয়েশন ক্লাবের সম্পাদক প্রভাত কিস্কু।