কলকাতাঃ স্কুল-কলেজের পড়ুয়াদের গাছ চেনানোই বন দপ্তরের এবারের কলকাতা ফুলমেলার অন্যতম লক্ষ্য। সেজন্য ৩৭টি স্কুল ও ১৫টি কলেজকে এই মেলায় যুক্ত করা হচ্ছে। অন্যান্য বছরগুলির মতো ২৭ থেকে ২৯ জানুয়ারি ইডেন গার্ডেন্সে হতে চলেছে কলকাতা ফুলমেলা। উদ্যোক্তা বন দপ্তর। এবারের থিম হল, ‘প্রকৃতি হাসে, ফুলের মাঝে’। বন দপ্তরের ডেপুটি কনজারভেটর সাংবাদিকদের জানিয়েছেন, আগামী ২৭ জানুয়ারি ফুলমেলার উদ্বোধন করবেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ২৮ তারিখে চিনের কনসাল জেনারেল আসবেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। সরকারি-বেসরকারি মিলিয়ে ৪২টি স্টল হচ্ছে।