প্যানের সঙ্গে আধার সংযুক্তির সময় আর বাড়ানো হবে না। এই বছরের ৩১ মার্চের মধ্যেই সম্পূর্ণ করতে হবে সেই কাজ। যেসব প্যান সংযুক্ত করা হবে না, তা ৩১ মার্চের পর বাতিল হয়ে যাবে। জানিয়ে দেওয়া হয়েছে আয়কর বিভাগের তরফ থেকে। এর আগে বেশ কয়েকবার প্যান ও আধার সংযুক্তির জন্য সময় বাড়ানো হয়েছিল। আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত ৩০.৭৫ কোটি মানুষ এই সংযোগের কাজ করে ফেলেছেন। এখনও প্রায় ১৭.৫৮ কোটি মানুষের প্যান-আধার সংযোগ বাকি রয়েছে। উল্লেখ্য, ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করতে পারবেন আপনি। পোর্টাল খোলার পর ‘Link Aadhaar’-এ ক্লিক করলে, নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে যথাস্থানে আপনার আধার নম্বর ও প্যান কার্ডের নম্বর ও নাম নথিভুক্ত করুন। পাশাপাশি আধারে যদি জন্মতারিখের উল্লেখ থাকে তাহলে ক্লিক করুন চেক বক্সে। তারপর স্ক্রিনে আসা ক্যাপচা যথাস্থানে লিখে ফেলুন। এছাড়া বেছে নিতে পারেন ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ পদ্ধতিও। তারপর ক্লিক করুন ‘লিঙ্ক আধার’-এ ।