দেশ

অজিত পাওয়ারকে ব্ল্যাকমেইলিং করা হয়েছিলঃ সঞ্জয় রাউত

বিজেপির বিরুদ্ধে এবার ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ নিয়ে এল শিবসেনার নেতা সঞ্জয় রাউত। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, শিবসেনা ধনঞ্জয় মুন্ডের সঙ্গে যোগাযোগ রাখছে। অজিত পাওয়ারেরও ফিরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে বলে সঞ্জয় রাউত মন্তব্য করেছেন। তিনি অভিযোগ জানিয়েছেন, মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য অজিত পাওয়ারকে ব্ল্যাক মেইল করছে। তবে এই ব্ল্যাক মেইলের নেপথ্যে কে রয়েছেন, তা এখনই প্রকাশ করা হবে না। শিবসেনার মুখপত্র সামনাতে খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত লেখা হবে। শিবসেনার নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, আট জন বিধায়কের মধ্যে পাঁচ জন বিধায়ক ফিরে এসেছেন। সঞ্জয় রাউত অভিযোগ করেছেন, মিথ্যা কথা বলে তাঁদের এক প্রকার অপহরণ করে রাজভবনে নিয়ে যাওয়া হয়েছে। এরপরেই বিজেপিকে ফের হুমকি দিয়ে বলেন, ক্ষমতা থাকলে বিজেপি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেখাক। শনিবার ভোর মহারাষ্ট্র থেকে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হয়। এরপর সকাল সাড়ে আটটা নাগাদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দেবেন্দ্র ফড়নবীশ। উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন অজিত পাওয়ার।