কলকাতা

অনাবৃষ্ঠির জেরে কৃষি জমিতে জলের অভাবে মেটাতে বিশেষ বৈঠক নবান্নে

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ বৃষ্টিপাত কম হবার কারণে গতবছরের তুলনায় রাজ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কৃষিজমিতে এখনও পর্যন্ত ধান রোয়ার কাজ অনেক কম হয়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে সমস্ত ধরনের ব্যবস্থা রাজ্য সরকার নিয়েছে বলে জানা গেছে। জলের অভাবে দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় কৃষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা মোকাবিলায় কি ব্যবস্থা নেওয়া যায় সেই নিয়ে আলোচনা করতে কৃষিমন্ত্রী আশীষ ব্যানার্জি আজ নবান্নে কৃষি সচিব, মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, ব্যাঙ্ক, বীমা সংস্থার আধিকারিক, সেচ ও কৃষি দপ্তরের রাজ্য এবং জেলাস্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, গত ২০ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত রাজ্যে মোট ৬২৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হলেও গতবারের তুলনায় তা অনেক কম। হুগলিতে সবথেকে বেশি প্রায় ৬৪ শতাংশ ঘাটতি রয়েছে বলে তিনি জানান। অন্যদিকে জলের অভাবে হাওড়ায় সবচেয়ে কম মাত্র ১৮ হাজার ৫০১ হেক্টর জমিতে ধান রোয়ার কাজ সম্ভব হয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন সেচ খালের মাধ্যমে জমিতে জল সরবরাহের জন্যে সেচ দপ্তরকে বলা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত রাজ্যের সব কৃষককে এর আওতায় এনে নাম নথিভুক্ত করা হয় তার জন্যে আধিকারিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত রাজ্যের ৪২ হাজার ৬৭২ টি মৌজার মধ্যে ৩৯ হাজার ৪১১টি মৌজার ৩৭ লক্ষ ৭১ হাজার কৃষককে আনা সম্ভব হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গেছে। কৃষি দপ্তরের তরফে চলতি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত পরিস্থিতির উপরে নজর রেখে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। কৃষি কাজের পর্যালোচনা করতে কৃষিমন্ত্রী চলতি মাসের শেষ সপ্তাহে মালদা জেলা সফরে যাবেন বলেও জানিয়েছেন।