দেশ

অপরাধীকে প্রার্থী করলে জানাতে হবে কারণ, নির্দেশ সুপ্রিম কোর্টের

দলের ওয়েবসাইটে প্রার্থীদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার বিবরণ দিতে হবে 

নয়াদিল্লিঃ এখন থেকে সব রাজনৈতিক দলকে তাদের প্রার্থীদের অপরাধের রেকর্ড প্রকাশ্য জানাতে নির্দেশ দিল শীর্ষ আদালত। তাদের ওয়েবসাইটে এর বিস্তারিত বিবরণ দিতে হবে। জানাতে হবে সেইসব প্রার্থীদের নামে কী মামলা, বিচার কোন পর্যায়ে রয়েছে এবং কেন তাদের বাছা হয়েছে। আজ একটি আদালত অবমাননার মামলায় বিচারপতি আর এফ নরিম্যানের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। রাজনীতিতে অপরাধীকরণ নিয়ে ওই মামলায় শীর্ষ আদালতের আদেশ উপনির্বাচনগুলিতে মানা হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছিল। ৩১ জানুয়ারি সুপ্রিম কোর্ট তাদের রায়দান স্থগিত রেখেছিল। তারা জানিয়েচে, প্রার্থীদের অপরাদের বিবরণ প্রকাশ্যে না জানানোয় রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি স্পর্শকাতর। তাই সতর্কভাবে এগোতে হবে। কারণ প্রার্থীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়, যা রাজনৈতিক কারণেও করা হয়ে থাকে। ২০১৮ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের পাঁচসদস্যের সংবিধান বেঞ্চ সর্বসম্মতভাবে জানিয়েছিল, সব প্রার্থীকেই নির্বাচন কমিশনের কাছে তাদের অপরাধের রেকর্ড জমা দিতে হবে। তা খবরের কাগজ ও টিভিতে ব্যাপক প্রচারও করতে হবে। রাজনীতিতে অপারাধীকরণের বিষয়টি তারা সংসদের ওপরই ছেড়ে দিয়েছিল, যাতে তারা রাজনৈতিক মঞ্চকে কলুষমুক্ত রাখতে পারে এমন আইন প্রণয়ন করে। নির্বাচন কমিশন শুনানির সময় জানিয়েছিল, অপরাধী সাসংদদের সংখ্যাবৃদ্ধি উদ্বেগজনক। সংসদে ৪৩ শতাংশ সাসংদের বিরুদ্ধেই নানা অপরাধমূলক অভিযোগ রয়েছে।