অবশেষে সংসদের ক্যান্টিনের খাবারে ভর্তুকি দেওয়া বন্ধ করতে বৃহস্পতিবার সর্বসম্মতিতে সায় দিলেন সব সাংসদরা। সূত্রের খবর, লোকসভার বাণিজ্য উপদেষ্টা কমিটির বৈঠকে স্পিকার ওম বিড়লা সুপারিশ করেছিলেন সংসদের ক্যান্টিনে পরিবেশিত খাবার থেকে ভর্তুকি তুলে নেওয়ার জন্য। তাতেই সায় দেন সব সাংসদরা। ভর্তুকি বন্ধ হওয়ায় প্রতি বছর কেন্দ্রের ১৭ কোটি টাকা বাঁচবে।
সংসদের ক্যান্টিনের খাবারের মূল্য তালিকা ছিল –
মাখন-রুটি ৬ টাকা
রুটি ২ টাকা
চিকেন কারি ৫০ টাকা
চিকেন কাটলেট প্রতি প্লেট ৪১ টাকা
তন্দুরি চিকেন ৬০ টাকা
কফি ৫ টাকা
সাদা ধোসা ১২ টাকা
মাছের ঝোল ৪০ টাকা
হায়দরাবাদি চিকেন বিরিয়ানি ৬৫ টাকা
মাটন কারি ৪৫ টাকা
ভাত ৭ টাকা
স্যুপ ১৪ টাকা