যে অভিবাসী কর্মীরা দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং অন্যান্য রাজ্য থেকে উত্তরপ্রদেশ এবং বিহারে নিজ বাড়িতে ফিরে আসছে তাদেরকে আগামী ১৪ দিন রাজ্যের শিবিরগুলিতে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইন কাটাতে হবে। করোনা ভাইরাস নিয়ে দেশব্যাপী লকডাউনের মধ্যে হাজার হাজার অভিবাসী শ্রমিক দেশের বিভিন্ন অঞ্চল থেকে উত্তরপ্রদেশ এবং বিহারে ফিরে আসছেন। উত্তরপ্রদেশ এবং বিহার উভয় সরকার যাতে করোনাভাইরাস ছড়িয়ে না পড়ে সেজন্য কর্মীদের পৃথকীকরণের সিদ্ধান্ত নেয়।