জেলা

তেহট্টের ঘটনায় খোঁজ মিলল রেল সহযাত্রীর

আজ বর্ধমানের চক্রবিরাজপুরের এক মহিলা এলাকার কোয়ারেন্টাইন সেন্টারে ফোন করে জানান তেহট্টে আক্রান্ত পরিবারের সঙ্গে গত ২০ তারিখ লালগোলা প্যাসেঞ্জারে সফর করেছিলেন তিনি। আপাতত ওই মহিলাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে প্রয়োজনে তাঁকে আইসোলেশনে রাখা হতে পারে বলে জানা গিয়েছে। এই ঘটনায় নদীয়া জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত কুমার দেওয়ান জানিয়েছেন, এভাবে যদি সকলে এগিয়ে আসেন তাহলে আমরা সহজেই এই রোগকে সমাজে ছড়িতে পড়ার হাত থেকে আটকাতে পারব। অন্যদিকে কাটোয়া থানার কবিরাজপুর গ্রামের এক মহিলাকে কৃষ্ণনগরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জানা গিয়েছে, ওই মহিলাও ২০মার্চ লালগোলা প্যাসেঞ্জারে তেহট্টের ওই আক্রান্তদের সঙ্গেই বাড়ি ফিরেছিলেন। ওই মহিলা নিজেই বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন। কাটোয়া ২ ব্লকের বিডিও শমীক পানিগ্রাহী বলেন, মহিলা নিজেই হাসপাতালে গিয়ে লালগোলা প্যাসেঞ্জারের যাত্রী ছিলেন বলে জানিয়েছেন।