মালদা

অভিযোগ পেয়ে বেহাল নিকাশি ব্যবস্থা এবং রাস্তা পরিদর্শনে চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ

হক জাফর ইমাম, মালদাঃ ওয়ার্ডবাসীদের অভিযোগ পেয়ে বেহাল নিকাশি ব্যবস্থা এবং রাস্তা পরিদর্শন করলেন মালদা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ। বুধবার বৃষ্টি মাথায় নিয়ে চেয়ারম্যান নিজে এবং পৌরসভার আধিকারিকদের নিয়ে ২৪ নম্বর ২৫ নম্বর ২৯ নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা এবং নিকাশি ব্যবস্থা পরিদর্শন করেন চেয়ারম্যান। চেয়ারম্যান কে কাছে পেয়ে ওয়ার্ডবাসীরা তাদের অভিযোগ তুলে ধরেন। জানা যায় এদিন কৃষ্ণপল্লী, সিঙ্গাতলা, বাপুজী কলোনি, নেতাজী কলোনি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ। ওয়ার্ডবাসীরা অভিযোগ করেন সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েন তারা। তার সঙ্গে বেহাল রাস্তা এবং নিকাশি ব্যবস্থায় ভুক্তভোগী তারা। চেয়ারম্যান কে সেই অভিযোগ জানিয়েছেন তারা। এদিন সেই অভিযোগ পেয়ে বৃষ্টি মাথায় নিয়েই সেইসব রাস্তা এবং নিকাশি ব্যবস্থা পরিদর্শন করেন চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ। চেয়ারম্যান জানান, পাইপ লাইনের কাজ শুরু হয়েছে। পাইপ লাইনের কাজ শেষ হলে দ্রুত নিকাশি ব্যবস্থা এবং বেহাল রাস্তার সমস্যা সমাধান করা হবে। পাম্প লাগিয়ে আগামী এক থেকে দুই দিনের মধ্যেই জমে যাওয়া বৃষ্টির জল সেঁচে ফেলা হবে বলে জানান চেয়ারম্যান।