কলকাতাঃ দমদমের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আরজি জানিয়েছেন তিনি। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, অর্ডিন্যান্স ফ্যাক্টরির মতো সংস্থা যদি বেসরকারি হাতে চলে যায়, সেক্ষেত্রে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে। কেন্দ্রীয় সরকার যদি দমদমে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে বিরোধীদের কোনও আপত্তিই ধোপে টিকবে না। কিন্তু, জাতীয় নিরাপত্তার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল।
ফাইল চিত্র।