অসম রাইফেল্স গ্রেপ্তার করল ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড জঙ্গি দলের তিন সদস্যকে। গত শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে অসম রাইফেল্স এবং রাজ্য পুলিসের যৌথবাহিনী অসমের ডিমাপুর জেলার ডোয়াপুর গ্রামে অভিযান চালিয়েছিল। উল্লেখ্য, গত ২১ তারিখ অরুণাচল প্রদেশের বিধায়ক তিরোং আবোহ, তাঁর ছেলে এবং নয়জনকে হত্যার পিছনে এনএসসিএনআইএম–এর হাত আছে বলে প্রাথমিক সন্দেহ অসম পুলিসের। অসম রাইফেল্স আজ এই খবর জানায়। বিবৃতিতে জানানো হয়েছে ধৃতদের কাছ থেকে পাঁচটি পিস্তল, দুটি ১২ বোরের বন্দুক, ৬০০ রাউন্ড তাজা কার্তুজ, ৩৪ জোড়া সামরিক পোশাক উদ্ধার হয়েছে। তল্লাশির সময় এনএসসিএনআইএম জঙ্গি দলের শীর্ষ নেতা এসএস লেফটেন্যান্ট কর্নেল বিকাটোর বাড়িতে মোতায়েন দুজন ওভার গ্রাউন্ড ওয়র্কার বা ওজিডব্লু এসএসলিসি হেহুটো এবং চিঙ্গনি ধরা পড়ে। গ্রেপ্তার হয়েছে আরেক জঙ্গি নেতা এসএস লিসি স্যামুয়েলের স্ত্রী খেলিহো। ধৃত তিনজনকেই পরে ডিমাপুরের পশ্চিম থানার পুলিসের হাতে তুলে দেয় যৌথবাহিনী।