কলকাতা

অসুস্থ যাদবপুরের উপাচার্যকে দেখতে হাসপাতালে রাজ্যপাল

কলকাতাঃ সংঘাতের আবহেই আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকর। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস ও সহ-উপাচার্য প্রদীপ কুমার ঘোষ। রাজভবন ও হাসপাতল সূত্রে খবর, রাজ্যপাল হাসপাতালে ছিলেন মোট ২৫ মিনিট। এর মধ্যে উপাচার্যের সঙ্গে ১৫ মিনিট কথা বলেন, ৫ মিনিট সহ-উপাচার্যের সঙ্গে। এদিন হাসপাতালে ঢুকেই চিকিৎসকদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের থেকে একটি নোট প্যাড নেন তিনি। সূত্রের খবর, কোন পরিস্থিতিতে রাজ্যপালকে যাদবপুরে গত বৃহস্পতিবার যেতে হয়েছিল সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। এদিন রাজ্যপালের সাক্ষাৎ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের গরিমা বজায় রেখে রাজ্যপাল এক হয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। গত পরশু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ছাত্রদের ঘেরাটোপ থেকে বের করতে ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যপাল। ওই দিনই অসুস্থ হয়ে পড়েন উপাচার্য ও সহ-উপাচার্য। পুলিশ ডাকা নিয়ে তীব্র বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকর। তারপর থেকে আর কথা হয়নি দু-জনের। ফলে প্রশ্নও উঠেছিল কেন অসুস্থ উপাচার্যের খোঁজ নিলেন না আচার্য? অবশেষে আজ শনিবার উপাচার্য সুরঞ্জন দাসকে দেখতে যান রাজ্যপাল। যদিও যাদবপুরকাণ্ড নিয়ে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। রাজভবন বনাম নবান্ন সংঘাতের সুরাহা এখনও হয়নি। অন্যদিকে, গতকালই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ফোনের পরই নবান্নের কাছে যাদবপুরকাণ্ডের রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। যা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার যাদবপুরকাণ্ডের জল কতদূর গড়ায়।