দেশ

আইবি অফিসার খুনে যুক্ত আপ নেতা, অভিযোগ বিজেপি নেতা কপিল মিশ্রের

দিল্লির চাঁদবাগে আইবি অফিসারের মৃত্যুতে আপ নেতা তাহির হুসেনের বিরুদ্ধে অভিযোগ উঠল ৷ মৃত আইবি অফিসার অঙ্কিত শর্মার বাবা রবিন্দর কুমারের অভিযোগ, আপ নেতা ও স্থানীয় পৌরসভার কাউন্সিলর তাহির হুসেনের বাড়ির ছাদ থেকে পাথর ছোড়া হচ্ছিল ৷ তারাই তাঁর ছেলেকে খুন করেছে ৷ তিনি বলেন, ‘অঙ্কিত ডিউটি থেকে ফিরছিল যখন চাঁদবাগে পাথর ছোড়া শুরু হয় ৷ তাহিরের বাড়ি থেকে ১৫-২০ জন বেরিয়ে আসে এবং ৫-৬ জনকে জোর করে বাড়ির ভিতরে টেনে নিয়ে যায় ৷ যারা তাদের বাধা দেয়, তাদের উপর গুলিও চালানো হয় ৷’ বুধবার আইবি অফিসার অঙ্কিতের দেহ গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছিল ৷ তাঁর দেহ পোস্টমর্টেমের জন্য দিল্লির হাসপাতালে পাঠানো হয় ৷ বিজেপি বিধায়ক অজয় মাহাবারও অঙ্কিতের বাবাকে সমর্থন করে বলেন, ‘একটি বাড়ির ছাদ থেকে পাথর ছোড়া হচ্ছিল ৷ অঙ্কিত ওই বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন৷ তাঁকে এক দুষ্কৃতী বাড়ির ভিতরে টেনে নিয়ে যায় এবং আছাড় দিয়ে মাটিতে ফেলে ৷ তাঁর গলা ছুরি দিয়ে কেটে দেওয়া হয়।’ বিজেপি নেতা কপিল মিশ্রও আপ-র বিরুদ্ধে তোপ দেগে টুইটে লেখেন, আম আদমি পার্টি তাহির হুসেনকে বাঁচানোর প্রতিজ্ঞা নিয়েছে ৷ তিনি প্রথম টুইটে লেখেন, ‘খুনি হল তাহির হুসেন ৷ তাহির অঙ্কিত ছাড়া আরও চারজন ছেলেকে বাড়ির ভিতরে টেনে নিয়ে যায় ৷ তার মধ্যে তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ ভিডিয়োতেও তাহিরকে মুখোশে ঢাকা সন্ত্রাসবাদীদের সঙ্গে দেখা যাচ্ছে ৷ সে অনবরত কেজরিওয়াল ও অন্যান্য আপ নেতাদের কথা বলছিল ৷’ অন্যদিকে, দিল্লির হিংসায় জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দেওয়ার দাবি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপের কোনও নেতা এই হিংসায় জড়িত থাকলে তাঁকে দ্বিগুণ শাস্তি দেওয়ার কথা বলেছিলেন তিনি। এর পরে আপ থেকে বহিষ্কারও করা হয় তাহির হুসেনকে। তারপরেই চাঁদবাগের আপ নেতা তাহির হুসেনের বাড়ির ভিডিও প্রকাশ্যে আসতে শুরু করে। এই নিয়ে নতুন করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছিল। কেজরিওয়াল দায় ঝেড়ে ফেলার এক ঘণ্টার মধ্যে তাহির হুসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

https://twitter.com/i/status/1232714008790097920