কলকাতা

আগামীকালই দিল্লিতে সব্যসাচী

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ আগামীকালই দিল্লিতে সব্যসাচী দত্ত। বিতর্ক কিছুতেই সব্যসাচী দত্তকে ছাড়ছে না। গতকালই বিধান সভায় থাকাকালীন তিনি ফোনে জর্জরিত ছিলেন, একটাই প্রশ্ন বারবার আপনি কোথায় দিল্লি? আর তিনি বার বার সেই প্রশ্নকে সামলে উত্তর দিয়েছেন আমি বিধানসভায়, তাকে এমনও বলতে শোনা যায় যদি বিশ্বাস না হয় ভিডিও কল করে দেখুন আমি কোথায়। উল্লেখ্য গতকাল শোভন-বৈশাখীর বিজেপিতে যোগদান পর্ব ঘিরে গুঞ্জন উঠেছিল যে তবে কি একই সাথে সব্যসাচীও বিজেপিতে যোগদান করছেন? গতকাল এই গুঞ্জনকে নস্যাৎ করলেও আজ তিনি বলেন আগামীকাল তিনি দিল্লি যাচ্ছেন। তাই বিতর্ক আবার দানা বেধেছে তবে কি তার এই দিল্লি যাবার মুল লক্ষ্য বিজেপিতে যোগদানের জন্য। তবে তিনি জানান রাজনৈতিক কোনো উদ্দেশ্যে নয় বরং নিজের ব্যক্তিগত কাজেই তিনি দিল্লির জন্যে রওনা হবেন, তিনি এও বলেন আমি একা নই অনেকেই যাবেন।
একদিকে যখন সংবিধানের ৩৭০ ধারাকে স্বাগত জানাতে পারছে না বিজেপি বিরোধী রাজনৈতিক দল গুলি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সল্টলেকে ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপনের একটি অনুষ্ঠানে এসে কাশ্মীর নিয়ে গর্ব প্রকাশ করলেন সব্যসাচী দত্ত। তিনি বলেন ‘আজ ভারতবাসীর গর্বের দিন কারণ আজ স্বাধীন কাশ্মীরে ভারতের পতাকা উড়ছে।’ গতকাল বিজেপিতে যোগদান করেছেন কলকাতার প্রাক্তন মেয়র ও বিভিন্ন দফতর সামলানো মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় সেই প্রসঙ্গে তিনি জানান ‘শোভন চট্টোপাধ্যায় তৃণমূলের পুরোনো এবং দক্ষিন ২৪ পরগনার অভিজ্ঞ রাজনৈতিক নেতা, দক্ষিন ২৪ পরগনা ওনার হাতের তালুর মত চেনা, পুরোনো অভিজ্ঞতা এবং নতুন উদ্দ্যম দুই মিলে গেলে শূন্যস্থান পূরণ হতে পারে’। আগামীকাল তিনি সকলের বিমানে দিল্লি যাচ্ছেন অকপট স্বীকারোক্তি তৃণমূল বিধায়কের।