জেলা

জামালপুরে বোমা ও আগ্নেয়াস্ত্র সহ বিজেপি নেতা ধৃত

পূর্ব বর্ধমানের জামালপুরে গাড়িতে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা সহ বিজেপির এক মণ্ডল সভাপতিকে পুলিস গ্রেপ্তার করেছে। এই ঘটনায় ওই গাড়িতে থাকা আরও তিন বিজেপি কর্মীও ধরা পড়েছে। ধৃতদের বাড়ি হুগলির ধনিয়াখালি থানার দশঘড়া এলাকায়। এদিকে, এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি বিজেপিকে আক্রমণ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপির ওই নেতা-কর্মীরা হামলার উদ্দেশ্যেই অস্ত্র নিয়ে যাচ্ছিল। কৃষ্ণনগরে এক সভায় তিনি অস্ত্র পাচার রুখতে পুলিস কর্তাদের নাকা চেকিং বাড়ানোর নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, রাতে জামালপুরের মহিষগড়িয়া বাজারে পুলিসের অ্যান্টি ক্রাইম চেকিং চলছিল। সেই সময় সেখানে হাজির হয় একটি মারুতি ভ্যান। পুলিস গাড়ির কাছে যেতেই দু’জন দৌড় দেয়। তাতে পুলিসের সন্দেহ বাড়ে। পুলিস গাড়ি তল্লাশি করে। গাড়ি থেকে একটি গুলিভর্তি পাইপগান, পয়েন্ট ৮ বোরের দু’রাউন্ড কার্তুজ, চারটি তাজা বোমা, একটি তিন ফুট লম্বা তলোয়ার, একটি ধনুক এবং ১১টি তির উদ্ধার করা হয়। সেই সময় গাড়িতে বসে থাকা মণ্ডল সভাপতি আশিস দাস, বাপন মালিক, মহাদেব সরেন ওরফে কালী এবং সুকুমার রায় ওরফে সুকো নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে পুলিস ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া, আর্মস অ্যাক্ট ও এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্টে মামলা রুজু করেছে। কালীর ধনিয়াখালি থানায় মামলা রয়েছে বলে পুলিস দাবি করেছে।