দেশ

আদালতে পেশ প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পি চিদাম্বরম, জামিনের আবেদন জানালেন আইনজীবীরা

সাত বারের সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মতো পদমর্যাদার একজন ব্যক্তিকে কী সহজে জেল হেফাজত দিতে পারবে সিবিআইয়ের বিশেষ আদালত। জামিনের আবেদন করেছেন আইএনএক্স মিডিয়া দুর্নীতি কাণ্ডের অভিযুক্ত পি চিদাম্বরম। কপিল সিব্বলরা সিবিআইয়ের বিরোধিতায় আদালতে সরব হন। আপাতত সিবিআই হেফাজতে তার জেরা চললেও আইনি পথে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে পেশ করতে হতো। সেটাই সিবিআই করেছে। আদালতে পেশ করার পর সিবিআইয়ের বিশেষ আদালত যদি তাঁকে জেল হেফাজত বা সিবিআই হেফাজত দেয় তাহলে সঙ্গে সঙ্গে সেকথা রাজ্যসভার চেয়ারম্যানকে জানাতে হবে। কারণ এখনও তিনি রাজ্যসভার সাংসদ। কাজেই রাজ্যসভার চেয়ারম্যানের অনুমতি ছাড়া চিদাম্বরমকে জেল হেফাজতের নির্দেশ দিতে পারবে না সিবিআইয়ের বিশেষ আদালত। আন্যদিকে তদন্তে অসহযোগী চিদাম্বরমকে পাঁচ দিন হেফাজতে চাইল সিবিআই।