জেলা

আন্তর্জাতিক নারী সপ্তাহ উপলক্ষে জেলা আইনী পরিষেবা কেন্দ্রের আইনী সচেতনতা শিবির

প্রিয়াঙ্কা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিমবঙ্গ রাজ্য আইনী পরিষেবা কেন্দ্রের নির্দেশ অনুযায়ী রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাতেও জেলা আইনী পরিষেবা কেন্দ্রের ব্যবস্থাপনায় শনিবার অনুষ্ঠিত হল একটি বৃহৎ আইনী সচেতনতা শিবির। মূলতঃ,আন্তর্জাতিক নারী দিবস তথা সপ্তাহ উপলক্ষে এই শিবিরের আয়োজন করা হয়েছিল।এদিন সকালে পশ্চিম মেদিনীপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। তাতে অংশ নেন পশ্চিম মেদিনীপুর জেলা ও দায়রা বিচারক তথা জেলা আইনী পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যান শুভ্রদীপ মিত্র,জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব বিচারক সম্রাট রায়,রেজিস্ট্রার সুদীপ ব্যানার্জীসহ জেলার অন্যান্য বিচারকরা। শোভাযাত্রার শেষে মেদিনীপুর শহরের প্রদ্যোত স্মৃতি সদনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় অংশ নেন জেলার বিচারকরা ও জেলা প্রশাসনের আধিকারিকরা। মহিলাদের অধিকার সংক্রান্ত বিভিন্ন আইনী বিষয়গুলি নিয়ে মূলতঃ আলোচনা হয়। ঘাটাল পকসো আদালতের বিচারক দিলীপ কুমার দাস পকসো আইন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণ) প্রতিমা দাস মহিলাদের জন্য বিভিন্ন সরকারী সুযোগ সুবিধাগুলি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ঝাড়গ্রাম থেকে আসা কথাকৃত নাট্যসংস্থার নারী নির্যাতনের উপর অনুষ্ঠিত একটি নাটিকা ও মাদারচক নব কিশোদয় হোমের মূক ও বধির কিশোরীদের দ্বারা অনুষ্ঠিত লোকনৃত্য। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আর্থ-সামাজিক স্তরের প্রায় ৫০০মহিলা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ছিল বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা,জেলার বিভিন্ন হোমের আবাসিকরাও।