দেশ

‘আপকে সমর্থন করুন’, ভোটের আগে দিল্লির জনগণকে আবেদন তৃণমূলের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বরাবরই সুসম্পর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী আট ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোট। আগের বারের মতোই এবারও বিপুল ভোটে আপ-কে জেতাতে দিল্লিবাসীকে আবেদন করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন বৃহস্পতিবার টুইটারে ভিডিও আপলোড করে দিল্লিবাসীকে আবেদন করেছেন, তাঁরা যেন আপ প্রার্থীদেরই ভোট দেন। ডেরেক ওই ভিডিও ক্লিপে বলেছেন, ‘‌দলটা জল, বিদ্যুৎ সরবরাহ করেছে। রাজধানীর দূষণ নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। অরবিন্দ কেজরিওয়াল এবং সব আপ প্রার্থীদের ভোট দিন।’‌  দেখুন ভিডিও –