কলকাতা

‘আমার ফোন ট্যাপ করা হচ্ছে’, অভিযোগ মমতার

মুখ্যমন্ত্রীর ফোন ট্যাপ করা হচ্ছে। এমন চাঞ্চল্যকর অভিযোগ করলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পেগাসাস স্পাইওয়্যার নিয়ে যখন তোলপাড় গোটা দেশ ও দুনিয়া, ঠিক সেই প্রেক্ষাপটে মমতার এহেন অভিযোগ অত্যন্ত তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগেও ফোনে আড়ি পাতা নিয়ে সরব হতে দেখা গিয়েছিল মমতাকে। গত লোকসভা নির্বাচনের প্রচারেও একবার এ নিয়ে অভিযোগ করেছিলেন মমতা। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”আমার ফোন ট্যাপ করা হচ্ছে। জানি এটা। আমার কাছে এর প্রমাণ রয়েছে”। এরপরই মমতার অভিযোগ, ”সরকার সব জানে। সরকারই করছে”। উল্লেখ্য, ভারতের বেশ কয়েকজন সাংবাদিক এবং মানবাধিকারকর্মীর উপর নজরদারি চালাতে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করা হয়েছে বলে খবর সামনে এসেছে। ইতিমধ্যেই তা স্বীকারও করেছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। যা ঘিরে তোলপাড় গোটা দেশ। নজরদারির তালিকায় রয়েছেন বেশ কয়েকজন ভারতীয়। বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের অধিকার অন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকেই নিশানা করা হয়েছে। এই প্রেক্ষাপটে মমতার এহেন মন্তব্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।