বিদেশ

আর্থিক সংকট, দু-দিন তালা রাষ্ট্রসংঘের সদর দফতরে

নিউইয়র্ক: আভাসটা মিলেছিল বেশ কিছু দিন আগেই। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। চরম অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন সেখানকার কর্মকর্তারা। আগামী শনি ও রবিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সদস্যভুক্ত অধিকাংশ দেশ তাদের নির্ধারিত চাঁদা পরিশোধ না করায় এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি।সংস্থাটি পরিচালনা করার জন্য প্রতি বছর নির্ধারিত অনুপাতে চাঁদা দেয় সদস্যভুক্ত ১৯৩টি দেশ। তবে ২০১৮-১৯ অর্থ বছরে সেই অর্থ পরিশোধ করেছে মাত্র ৩৫ দেশ। এতে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থাটি।আর্থিক সংকটে চলতি বছর ২৩ কোটি ডলার ঘাটতিও দেখা দেয় সংস্থাটিতে। বিপুল সংখ্যক আর্থিক ঘাটতির জন্য রাষ্ট্রসংঘের কর্মকর্তাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পাশাপাশি সংস্থানটিতে কর্মরত ৩৭ হাজার কর্মীর বেতন নিয়েও তৈরি হয় ঘোর সংকট।জাতিসংঘ বলছে, চলতি বছর ১২৯টি দেশ ২০০ কোটি ডলার পরিশোধ করলেও ঘাটতির মূল কারণ, সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র। তাদের বকেয়া ২৬০ কোটি ডলার।কর্মীদের বেতনভাতা ছাড়াও জাতিসংঘের এই বাজেটে অন্তর্ভুক্ত আছে রাজনীতি-মানবিক সহায়তা-সমাজকল্যাণ ও যোগাযোগসহ নানা খাতের খরচ। এর বাইরে আছে বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত শান্তিরক্ষা মিশনের বাজেটও।