কলকাতাঃ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন অর্থাত্ ইম্পা’র নির্বাচনে তৃণমূলের জয়জয়কার। ইম্পার ঘোষণা করা ফলাফল অনুযায়ী, চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত কলাকুশলী ও টেকনিশিয়ানদের ফোরামের দায়িত্ব পেল তৃণমূল কংগ্রেস। বুধবার বি এন সরকার সরণির ইম্পা হাউজে সকাল থেকেই নির্বাচন নিয়ে টানটান উত্তেজনা ছিল। প্রতিপক্ষদের একেবারে সাফ করে করে জিতে গিয়েছে তৃণমূল। মোট ২১টি আসনের মধ্যে সবকটিই জিতেছে তৃণমূল। একটি আসনও বাগে আনতে পারেনি গেরুয়া শিবির। অতঃপর স্কোর দাঁড়ায় ২১-০। টলিপাড়ায় তৃণমূলের এইরকম সাফল্যে যারপরনাই উচ্ছ্বসিত তৃণমূল সমর্থক কলাকুশলী তথা শিল্পীরা। উল্লেখ্য, দিন কয়েক আগে অবধি টলিপাড়ায় বিজেপি সমর্থকদের রমরমা দেখে অনেকেই ভেবেছিলেন এবার হয়তো রাজ্যের বিনোদন ইন্ডাস্ট্রিতেও বড়সড় থাবা বসাতে চলেছে বিজেপি। ঠিক চলতি বছরের লোকসভা নির্বাচনে যেরকম রাজ্যের ৪২টি আসনের মধ্যে বেনজিরভাবে ১৮টি আসন দখল করেছিল বিজেপি, তাতে বিনোদন ইন্ডাস্ট্রিতেও যে সেই হাওয়া বইবে, এমনটাই ভেবেছিল রাজনৈতিক মহলের একাংশ। তবে সেই আশঙ্কাই সার। কারণ, ইম্পার নির্বাচনে একটি আসনও দখল করতে পারেনি বিজেপি। বুধবার এরকম আশাতীত সাফল্যের পর বিজয়ী প্রতিনিধিদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।