বিদেশ

ইরানে তেলের দাম বাড়ায় বিক্ষোভ

সরকারের তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে শনিবার ফুঁসে উঠেছে ইরান। রাজধানী তেহরানসহ দেশটির ৫ টি শহরে বিক্ষোভ শুরু করেছে ইরানের জনগণ। শহরগুলোতে এদিন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী।  ইরান সরকারের নতুন সিদ্ধান্তে জ্বালানী তেলের দাম ৫০ শতাংশ বেড়ে গেছে একদিনে। মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে জ্বালানী তেলের দাম এমন অস্বাভাবিক হারে বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। কিন্তু এতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে দেশটির অর্থনীতিতে। শেষমেষ তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।