কলকাতা

ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করলেন রেলমন্ত্রী

মমতার স্বপ্নের ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন কলকাতায়, অথচ ব্রাত্য় খোদ মুখ্য়মন্ত্রী

আজ ইস্ট-ওয়েস্ট মেট্রোর সেক্টর–৫ থেকে সল্ট লেক স্টেডিয়াম পর্যন্ত প্রথম দফার রুটের উদ্বোধন করলেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। স্টেশন ঘুরে দেখেন রেলমন্ত্রী। তাঁর সঙ্গেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আরেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সরোজিনী নাইডুর জন্ম শতবর্ষে তাঁকেই ইস্ট–ওয়েস্ট মেট্রোর প্রথম দফার পথ উৎসর্গ করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। রেলমন্ত্রী জানালেন, এবছরের দুর্গাপুজোর আগেই ইস্ট–ওয়েস্ট মেট্রোর প্রথম ভূগর্ভ স্টেশন ফুলবাগানের উদ্বোধন হয়ে যাবে। এবছর দুর্গাপুজোয় এই রুট

Central Park station of East West Metro

কলকাতাবাসী ব্যবহার করতে পারবে বলে আশাপ্রকাশ করে তিনি বলেছেন, ‘‌রাজ্য সরকার এবং স্থানীয় মানুষজনের সহযোগিতা পেলে হাওড়া পর্যন্ত কাজও সম্পন্ন করে ফেলব আমরা।’‌ এখনও পর্যন্ত চারটি লাইনে সমস্যা রয়েছে বলে জানান রেলমন্ত্রী।অসম্পূর্ণ কাজ তাড়াতাড়ি যাতে শেষ হয় তার দায়িত্ব বাবুল সুপ্রিয়কে দিয়েছেন রেলমন্ত্রী। উদ্বোধনের পর নতুন মেট্রোয় সফরও করেন পীযূষ গোয়েল। শুক্রবার থেকে সর্বসাধারণের জন্য চালু হবে পরিষেবা।প্রথম দফায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত

সেক্টর–৫ থেকে সল্টলেক স্টেডিয়াম, এই ছয়টি স্টেশনে মোট ৫.‌৮ কিলোমিটার পথ চলবে ট্রেন চলবে। প্রাথমিকভাবে ২০ মিনিট অন্তর ট্রেন চালানো হলেও পরে যাত্রী সংখ্যা বাড়লে ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হবে বলে মেট্রো। তবে রাজ্যের তরফে কোনও মন্ত্রী উপস্থিত নেই উদ্বোধনী অনুষ্ঠানে। নেই শাসকদলের কোনও নেতাও। মমতার স্বপ্নের ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন কলকাতায়, অথচ ব্রাত্য় খোদ মুখ্য়মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না করায় বিতর্ক দানা বেঁধেছে।