দেশ

উত্তরপ্রদেশে ৩০ জুন পর্যন্ত কোন জমায়েত করা যাবে না, ঘোষণা আদিত্যনাথের

উত্তরপ্রদেশে ৩০ জুন পর্যন্ত কোন জমায়েত করা যাবে না বলে পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই নির্দেশ যাতে ঠিকঠাক মানা হয় তার জন্য প্রশাসন ও পুলিশকে সবসময় নজরদারি চালাতে হবে বলেও উল্লেখ করেন তিনি। শুক্রবার রাতে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, পুলিশকর্তা ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন যোগী। ওই বৈঠকে তিনি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের উপরেই জোর দেন। বৈঠকের পরই মুখ্যমন্ত্রীর অফিস থেকে বলা হয়, ‘রমজান মাস শুরু হয়েছে। এই সময় সবাইকে বাড়িতে থেকেই প্রার্থনা করার অনুরোধ করেছেন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা। করোনা ভাইরাসের সংক্রমণ যাতে আরও বৃদ্ধি না পায় তার জন্য জমায়েত করতেও বারণ করা হয়েছে।’