জেলা

উত্তর ২৪ পরগণা থেকে উদ্ধার প্যাঙ্গোলিন, গ্রেপ্তার পাচারকারী

উদ্ধার কোটি টাকা মূল্যের বিলুপ্তপ্রায় প্রজাতির প্যাঙ্গোলিন ৷ গ্রেপ্তার এক পাচারকারী, নাম মহম্মদ শরিফুল ৷ উত্তর ২৪ পরগনার শাসনের তেঁতুলতলা বাজার এলাকায় বনদপ্তরের তরফে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১৫ কেজির প্যাঙ্গোলিনটিকে ৷ বনদপ্তর সূত্রে খবর, রাত ন’টা নাগাদ শরিফুল বাজারে একটি বস্তা নিয়ে দাঁড়িয়েছিল । সেখানে আসার কথা ছিল ক্রেতার । গোপন সূত্রে বনদপ্তরের কাছে খবর ছিল ৷ সেই অনুযায়ী আগে থেকেই ফাঁদ পেতে রেখেছিলেন বারাসতের রেঞ্জ অফিসার সুকুমার দাস ৷ বস্তাটি নড়ে উঠতেই সুকুমারবাবু শরিফুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন । পরে বস্তার মুখ খুলতেই ভিতর থেকে বেরিয়ে আসে প্যাঙ্গোলিনটি ৷ ঘটনাস্থানেই আটক করা হয় শরিফুলকে ৷ সুকুমারবাবু জানান, প্যাঙ্গোলিনটির বাজারমূল্য প্রায় এক কোটি টাকা ।  উদ্ধার হওয়া প্রাণীটিকে বারাসতে বন দফতরের অফিসে এনে রাখা হয়েছে। সেটির কোনওরকম শারীরিক সমস্য়া আছে কি না তা খতিয়ে দেখছেন পশু চিকিৎসকরা।