আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কারের অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে বসবে এবছরের অস্কারের আসর।মাত্র এক মাস বাকি। অস্কারে উপস্থাপনা কে করবেন-তা নিয়ে অনেক কৌতূহল থাকে। ছয় মাস আগেই ঘোষণা করে দেওয়া হয় উপস্থাপকের নাম। এবার অস্কারে কোনো উপস্থাপক থাকছে না। বিজয়ীদের হাতে বিভিন্ন বিভাগের পুরস্কার তারকারা তুলে দেবেন। পুরোনো রীতিতেই দেওয়া হবে পুরস্কার, শুধু থাকবে না উপস্থাপক। ২৪টি শাখায় অস্কার দেওয়া হবে।