মালদা

এই যেন ভারতবর্ষের ইতিহাসে প্রথম, উভয় সাম্প্রদায়ের মধ্যে মেলবন্ধনের ছবি

হক জাফর ইমাম, মালদা: এই যেন ভারতবর্ষের ইতিহাসে প্রথম ছবি এক মুসলিম সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষের একটি রাষ্ট্রীয় ব্যাংকে পতাকা উত্তোলন করলেন। যদিও এই প্রথম না প্রথম ভারতবর্ষের প্রথম স্বাধীন ভারতের দিল্লিতে লালকেল্লায় সর্বপ্রথম ভারতবর্ষে ব্রিটিশদের পতাকা উপড়ে ফেলে যিনি প্রথম ভারতবর্ষের অর্থাৎ তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন শাহনেওয়াজ খান। উনিশশো সাতচল্লিশ সালে। ঘটনার পুনরাবৃত্তি হয় নি, এই দিন পশ্চিমবঙ্গে এই প্রথম উভয় সাম্প্রদায়িক মেলবন্ধনের ছবি ধরা পরলো মালদা জেলায়। এক মুসলিম রাষ্ট্রীয় ব্যাংকে ভারতবর্ষের ৭৩ম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করে নজির গড়লেন সীতারুল হক নামক ব্যক্তি। বাড়ি মালদা শহরের বিবি গ্রাম এলাকায়। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে একবার আবার প্রমাণ করে দিল হিন্দু – মুসলিম উভয় সম্প্রদায়ের ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন। এই দিন অনুষ্ঠান সম্পর্কে সীতারুল হক জানান আমরা ছোট বয়স থেকেই উভয় সম্প্রদায়ের মধ্যে মানুষ হয়েছি তাই ধর্ম কি জিনিস বুঝিনা মানব ধর্ম কেই বুঝি আজ খুব ভালো লাগছে উভয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে ৭৩ম স্বাধীনতা দিবস পালন করছে ধর্ম বর্ণ নির্বিশেষে।