জেলা

‘এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই, রাজ্যে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে’, কটাক্ষ ধনকড়ের

রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বললেন, “রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ ৷ পশ্চিমবঙ্গে এখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ৷” গান্ধিজির মৃত্যু দিবসে ব্যারাকপুর গান্ধিঘাটে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আজ সকালে ব্যারাকপুরের গান্ধিঘাটে গান্ধিজিকে শ্রদ্ধা জানাতে যান ৷ সেখানে সংবাদমাধ্যমের সামনে রাজ্যে বেড়ে চলা হিংসার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ বলেন, “গান্ধিজি ছিলেন অহিংসার প্রতীক ৷ তিনি সবসময় আমাদের অহিংস নীতি মেনে চলার কথা বলতেন ৷ সেখানে পশ্চিমবঙ্গে এখন হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সাধারণ মানুষ নিরাপদে নেই ৷ দেশ ও সংবিধানকে রক্ষা করা উচিত ৷” তাঁর মতে, এই রাজ্যে কাউকে প্রাপ্য মর্যাদা দেওয়া হচ্ছে না ৷ এই নিয়ে বলেন, “আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে অপমানিত হচ্ছিলাম, তখন পুলিশ কোথায় ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই ৷” সেখানেই পুলিস কমিশনার মনোজ ভার্মাকে তীব্র ধমক দেন তিনি। একইসঙ্গে পুলিস প্রশাসনের বিরুদ্ধেও উগরে দেন ক্ষোভ। পুলিস কমিশনার মনোজ ভার্মার উদ্দেশে ক্ষুব্ধ রাজ্যপালকে বলতে শোনা যায়, “প্রথম সারিতে বসে খবরের কাগজ পড়ছেন? এটা কী ধরনের আচরণ? আপনারা থাকেন কোথায়? লজ্জা হওয়া উচিত। উর্দি পরে যদি এটা করেন, তাহলে অন্যরা দেখে কী শিখবে, কী করবে?”