দেশ

এক মাসে দু-বার, ফের ফিক্সড ডিপোজিটে সুদ কমাল এসবিআই

ফের মধ্যবিত্তের কপালে ভাঁজ। এক মাসে দু-বার,স্থায়ী আমানতে সুদের হার কমাতে চলেছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক এসবিআই। নতুন নিয়ম কার্যকর হবে আগামী ২৬ আগস্ট থেকে। দীর্ঘমেয়াদী স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার ৩০ থেকে ৭০ বেসিস পয়েন্ট কমানো হচ্ছে আর স্বল্পমেয়াদী স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার ১০ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমানো হচ্ছে। শুক্রবার সকালেই সংবাদমাধ্যমে একথা জানিয়ে দেওয়া হয়েছে এসবিআইয়ের পক্ষ থেকে। নতুন নিয়ম অনুযায়ী কী দাঁড়াল পরিবর্তিত সুদের হার, দেখে নেওয়া যাক একনজরে.‌.‌
আমানতের মেয়াদ বর্তমান হার নতুন হার
৭-৪৫ দিন ৫% ৪.‌৫%
৪৬-১৭৯ দিন ৫.৭৫%‌ ৫.‌৫%
১৮০-২১০ দিন ৬.‌২৫% ৬%
২১১-১ বছর ৬.‌২৫% ৬%
১-২ বছর ৬.‌৮% ৬.‌৭%
২-৩ বছর ৬.‌৭% ৬.‌৫%
৩-৫ বছর ৬.‌৬% ৬.‌২৫%
৫-১০ বছর ৬.‌৫% ৬.‌২৫%