দেশ

‘এত বড় ঘটনা, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কী করছিলেন?’, সীমান্ত উত্তেজনা নিয়ে প্রশ্ন তৃণমূল সুপ্রিমোর

মেঘালয়ে ঘিরে সেখানকার রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “এত বড় ঘটনা ঘটল। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কী করছিলেন? পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন? তাঁদের পরিবারে চাকরি দিয়েছেন? কিছুই করেননি। গত ৫ বছরে এখানে কিছুই করেননি। এখানে মহিলাদের ভূমিকা অনেক বড়। আমরা মহিলাদের গুরুত্ব দিই। এখানে স্টুডেন্টস কনসেশন নেই৷ আমাদের রাজ্যে আছে। আমরা কন্যাশ্রী দিই। আমাদের স্বাস্থ্যসাথী আছে। আমাদের রাজ্য একাধিক মেডিক্যাল কলেজ আছে।” এদিন মুখ্যমন্ত্রী এও বলেন, “বিজেপি খালি কাস্ট কাস্ট করে। বিজেপি অনেক চেষ্টা করেও আমাদের হারাতে পারেনি। মেঘালয়তেও পারবে না। সব ভোট আসলেই বিজেপি রাজনীতি শুরু করে।”তিনি আরও বলেন, “জেনে রাখুন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শুধু নয়। তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দল। রাজনৈতিক ভাবে লড়াই করুন আমাদের সঙ্গে। রাজনৈতিক ভাবে জবাব দেব। কেন মেঘালয়ের জমি কেড়ে নেওয়া হল? ঘরে ঘরে গিয়ে বলুন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে। মেঘালয়কে নেগলেক্ট করে কেন? উত্তর পূর্ব ভারতকে নেগলেক্ট করে কেন? আমরা বলছি বহিরাগতরা এখানে রুল করবে না। এখানে ভূমিপুত্ররাই করবে।”