বনধের ইস্যুকে সমর্থন করেন, কিন্তু বনধকে নয়। আগেই এ কথা জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বাংলা জুড়ে বনধের ব্যাপক প্রভাব পড়ার পরে রাজ্য সিপিএম নেতৃত্বের কড়া সমালোচনা করলেন তিনি। এদিন ধর্মঘট ঘিরে রাজ্যজুড়ে রাস্তায় নেমে বাম কর্মীদের গুন্ডাগিরি ও হিংসাত্মক রাজনীতির তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ গঙ্গাসাগর থেকে কলকাতা ফেরার আগে হেলিপ্যাডে দাঁড়িয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘আন্দোলনের নামে গুন্ডাগিরি করছে সিপিএম। সিঙ্গুর, নন্দীগ্রামে আমরা অহিংস আন্দোলন করেছি। ওটাই আসল আন্দোলন। এই ধরনের হিংসাত্মক এবং নেতিবাচক রাজনীতি করেই বাংলায় সাইনবোর্ডে পরিণত হয়েছে সিপিএম। এদের থেকে কেরল সিপিএম ভালো’, একটা মতাদর্শ আছে। তিনি এও বলেন, ‘‘পুলিশ কঠোর পদক্ষেপ করবে। সিপিএমের মতো গুলিপন্থায় বিশ্বাসী নই। আইন আইনের পথে চলবে। যাঁরা সরকারি সম্পত্তি নষ্ট করছেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে’’।